আগৈলঝাড়ায় এক জনের মৃত্যু,স্বজনরা জানান হার্টএটাক,কিছু লোক বলেন পুলিশ দেখে—
এইচ,এম,পান্না
//বরিশাল জেলা প্রতিনিধি//
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের রফিক হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে,মৃত্যু ব্যাক্তির মা ভাই বোন ছেলেসহ স্বজনরা জানান হার্টের রুগী হার্টএটাক করে মারা গেছে, স্থানীয় কিছু লোকজন জানান
পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর সময় পাটক্ষেতের মধ্যে পড়ে যায় রফিক। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনা স্থান পরিদর্শন করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার সহ অনেকে। ঘটনাটি ঘটেছে ১১জুলাই মঙ্গলবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভাল্লুকশী গ্রামে। নিহত রফিক ভালুকশীর সীমান্তবর্তী গৌরনদী উপজেলার বাগমারা গ্রামের মনুমিয়া হাওলাদারের ছেলে।সে (রফিক) ভালুকশী গ্রামে শশুর বাড়ির এলাকায় বসবাস করতো বর্তমানে সে ভাল্লুকশীর বাসিন্দা।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বসে কয়েকজনের সাথে তাস খেলছিলো রফিক। এরইমধ্যে গৌরনদীর পুলিশেরে একটি পিকাপ সেখান দিয়ে যাচ্ছিলো এসময় রাস্তার পাশে বসে তাস খেলতে পুলিশ নিষেধ করে। পুলিশ যাওয়ার পর তারা আবারো খেলা শুরু করে। পরবর্তীতে ওই পথ দিয়ে গৌরনদীর দিকে যাওয়ার সময় আবারো তাস খেলতে দেখে গৌরনদী থানার পুলিশের গাড়ি থামিয়ে পুলিশদের নামতে দেখে
তাস খেলতে থাকা সবাই দৌড়ে পালানোর সময় পাটক্ষেতের মধ্যে পড়ে যায় রফিক। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা কিছু লোকেরা বলেন রফিক এর আগেও দুই বার হার্টএটাক করে ছিলো এবারও সে কারনে কৃষক রফিকের মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে গৌরনদী থানা পুলিশের একটি দল আগৈলঝাড়ার ভাল্লুকশী গ্রামের মধ্যে দিয়ে গৌরনদী থানা এলাকার মাগুরার দিকে যাওয়ার সময় যুবকদের তাস খেলতে দেখে নিষেধ করে।পরবর্তীতে মাগুরা থেকে ফেরার পথে ওই যুবকদের আবারো তাস খেলতে দেখে পুলিশের গাড়ি থামালে এসময় পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় রফিক নামের একজন পাটক্ষেতের মধ্যে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পরে তাকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরও বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার জানান,খবর পেয়ে সাথে সাথে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠাই গিয়ে আমাকে বিস্তারিত জানালে ঘটনাস্থলে আমি গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী,মৃত্যু ব্যাক্তির আত্মীয়-স্বজন মা ভাই বোন ছেলেসহ সবাই জানিয়েছেন মৃত ব্যক্তি হর্টোর সমস্যায় ভুগছিলেন এর আগেও তিনি দুই বার হার্টের সমস্যার চিকিৎসা করিয়েছেন। হার্টের রুগী হার্টএটাক করে মারা গেছে, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য বুধবার সকালে বরিশাল প্রেরণ করা হবে।