আড়াইশো বছরের পুরাতন মসজিদের ২য় তলা ভবনের উদ্বোধন করলেন মোহাম্মদ আলী চৌধুরী
মোঃ আব্দুল আজিম ॥
১৬ এপ্রিল রবিবার ফুলবাড়ী উপজেলার আড়াইশো বছরের পুরাতন মসজিদ রাজারামপুর চৌধুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলা অত্যাধুনিক ভবনের উদ্বোধন করেন চৌধুরী পরিবারের অন্যতম সদস্য বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী)।
জানা যায়, এই মসজিদের প্রথম নিমার্ণ কাজ শুরু হয় মরহুম রইস উদ্দীন চৌধুরীর বাড়ির উত্তর দিকে। তিনি ছিলেন ঘুঘুডাঙ্গার নিবাসী মরহুম মইনুদ্দীন চৌধুরীর বড় ফুফা। দ্বিতীয় সংস্কার শুরু হয় স্থান পরিবর্তন করে গ্রামের দক্ষিণ দিকে মরহুম নেজাম উদ্দীন চৌধুরী, মরহুম ওসমান উদ্দীন চৌধুরী গং এর পারিবারিক জমিতে এর মূল মালিক ছিলেন একই পরিবারের মূল কর্তাব্যাক্তি মরহুম ফুল মোহাম্মদ চৌধুরী সাহেবের ঔরষজাত সকল সদস্যের মালিকানাধীন জমিতে।
পরবর্তীকালে মোহাম্মদ আলী চৌধুরীর নেতৃত্বে মসজিদের নির্মাণ কাজ শুরু হলে তিনি আরোও ৩ শতক জমি দান করেন। বর্তমানে যার উপর সৌচাগার, ওযু খানা, রাস্তা ইত্যাদি নির্মিত হয়েছে। নির্মাণ কমিটির সভাপতি হিসেবে সে সময় বাদশা চৌধুরী ৫০ হাজার টাকা দান করেন।
পরে গ্রামবাসী, মুসল্লি ও আলেম ওলামাদের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় তলার নিমার্ণ কাজ মোহাম্মদ আলী চৌধূরী (বাদশা চৌধুরী) আধুনিক টাইল্স যুক্ত দ্বোতালা ভবনের কাজ সমাপ্ত করেন। আনুষ্ঠানিক ভাবে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করেন মোহাম্মদ আলী চৌধুরী বাদশা।