“আমার প্রিয় জন্মভূমি নওগাঁ”ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রিক বিতরণ
মো নাহিদ হাসান নওগাঁঃ
নওগাঁর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আমার প্রিয় জন্মভূমি নওগাঁর’ ফেসবুক গ্রুপের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজানের শুরু থেকে গ্রুপের এডমিন ও মডারেটদের তত্ত্বাবধানে এবং সক্রিয় সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রতিদিন জেলার বিভিন্ন এতিমখানা,মাদ্রাসা সহ হাত ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে অন্যতম নওগাঁ সদর উপজেলার চকতারতা ইসলাম শিক্ষা কেন্দ্র, নূরানী হাফেজিয়া ক্বওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং ও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দারুল হিদায়াহ্ ক্বওমি মাদ্রাসা নজিপুর
চকনিরখীন মোড়,পত্নিতলা, নওগাঁ এবং হযরত সাওদা (রাঃ) বালিকা ক্বওমি মাদ্রাসা
ও এতিমখানা মাতাজি রোড, পুঁইয়া,নজিপুর পৌরসভা।উক্ত মাদ্রাসাগুলোতে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, বিগত দিনেও নওগাঁর বিভিন্ন এলাকার অসহায় দুস্থ পরিবার, স্কুল, মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কোরআন, খাতা-কলম সহ বিভিন্ন সহযোগিতা করা হয়।
গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হাবিব হোসেন বলেন, সবসময় আমরা অসহায়, এতিম ও মেধাবী ছাত্রদের সাহায্য করে থাকি। সদস্যদের সহযোগিতায় ভবিষ্যতে সেবামূলক কাজ অব্যাহত রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা একান্তই কাম্য।
এ সময় উক্ত ফেসবুক গ্রুপের আরও এডমিন মডারেটর উপস্থিত ছিলেন, সিনিয়র এডমিন রিদয় (নওগাঁ সদর) মাসুদ রানা (পত্নীতলা) সরিফুল ইসলাম (নওগাঁ সদর)এবং মোডারেটর উপস্থিত ছিল
রেজোয়ান, তামিম, সাব্বির, সিহাব, মুমিন, রিফাত,ইমরান, রিহাম প্রমুখ উপস্থিত ছিলেন।