নরসিংদীর মাধবদীতে সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদীর মাধবদীতে সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৭ জানুয়ারী) শুক্রবার বাদ জুম্মা মাধবদী পৌর এলাকার কাশিপুর বড় মসজিদ থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাআত পরিষদের ব্যনারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়। পুলিশি নিরাপত্তায় বিক্ষোভ মিছিলটি কাশিপুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর রোড, বাসস্ট্যান্ড, ও পৌর এলাকার বিভিন্ন রাস্তা হয়ে মাধবদী পোষ্ট অফিসের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের আমীর আল্লামা এহতেশামুল কাসেমী তিনি বলেন, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর করে আমাদেরকে শান্তিপূর্ন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করতে সহযোগিতা করার জন্য । এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন
সংগঠনের সহসভাপতি মুফতী আবদুল কাদের জিলানী, ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম, আলী হোসেন প্রমুখ । সমাবেশে বক্তারা বলেন, সুইডেন ও নেদারল্যান্ডে রাষ্ট্রীয় মদদে পবিত্র কুরআন পোড়ানোর ন্যাক্কারজনক ঘটনা বিশ্বের ২০০ কোটি
মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পশ্চিমা বিশ্বকে যারা সম্প্রীতির আদর্শ উদাহরণ হিসেবে মনে করেন, সে সকল দেশে কুরআন পোড়ানোর মতো চরম বিদ্বেষপূর্ণ ঘটনা ঘটে। যারা এ ধরনের
কার্যকলাপের দ্বারা মুসলমানদের হৃদয়ে আঘাত দিতে চান তাদের মনে রাখা দরকার, তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। মুসলমানরা এ থেকে আরও দ্বিগুণ শক্তি ও সাহস নিয়ে দ্বীনকে আল্লাহর যমীনে প্রতিষ্ঠা করার জন্য উদ্বুদ্ধ হয়।
এ ধরনের তথাকথিত মানবতাবাদীরা মুসলমানদের চরমপন্থী হিসেবে অভিহিত করার দুঃসাহস দেখায়, কিন্তু যারা কুরআন পোড়ায় প্রকৃতপক্ষে তারাই চরমপন্থী জঙ্গী ও সন্ত্রাসী। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, তাই সরকারকে ধন্যবাদ জানাই।