আসন্ন দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন
গোলাম রসুল:বাঘারপাড়া(যশোর):
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মালবম্ভীদের বৃহত্তম ধর্মিয় উৎসব দুর্গাপূজার প্রতিমার সকল কার্যক্রম ও প্রস্তুতি শেষ হয়েছে এখন শুধু পূজা শুরুর অপেক্ষা। এ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য মতে এ বছর উপজেলায় ৮৫টি দুর্গামন্দিরে পূজা অনুস্ঠীত হবে। আর মাত্র কয়েক দিন পর শুরু হবে হিন্দুদের বৃহৎ দুর্গাউৎসব। সরেজমিনে গিয়ে কথা হয় উপজেলার জামদিয়া ইউনিয়নের পূজা উজ্জাপন কমিটির সভাপতি বাবু চিন্ময় ভৌমিকের সঙ্গে তিনি আমাদের প্রতিনিধিকে বললেন বাঘারপাড়া ও নড়াইল সদর উপজেলার এগারো খান শতভাগ হিন্দুসম্প্রদায়ের বসবাস এবছর এখানে ৮/৯ দুর্গামন্দিরে পূৃজা অনুস্ঠীত হবে তারই ধারাবাহিকতায় সরকারি প্রনোদোনার অর্থ সকল মন্দিরে ইতিমধ্যে পৌঁছে গেছে। এছাড়াও কয়েকজন সুশীলের সাথে কথা হয় তিনারা বললেন অন্যান্য বছরের থেকে এ বছর সরকারি যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবং শেষ পর্যন্ত পাওয়া যাবে তিনাদের প্রত্যাশা। সেনাপ্রধান বলেছেন আমরা মাঠে আছি আপনারা নির্ভয়ে পূজা উজ্জাপন করবেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী পূজা চলাকালীন সবসময় আপনাদের পাশে থাকবে।কেউ কোনরকম নাশকতা ঘটনোর চেষ্টা করে তাহলে যশোর সেনা ক্যাম্পে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। জামদিয়া ইউনিয়নের পূজা উজ্জাপন কমিটির সাবেক সভাপতি বাবু বিপুল কান্তি বিশ্বাস বললেন বর্তমানে মাঠে রয়েছে সেনাবাহিনী কোন রকমের নাশকতার সুযোগ নেই। একই কথা ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অশিত কুমার গোলদারের।তিনি আরও বললেন এবার ছাত্র জনতার সরকার বড় কঠিন কোন রকম দুর্নীতি সহ্য করবে না। তাই পূজারীরা নিরাপদে পূজা মন্দিরে গিয়ে তাদের ধর্মিয় কর্মক্রিয়া সুন্দর ও সুস্ঠভাবে সম্পাদন করতে পারবেন। ১১ খানের ঘোড়ানাছ দুর্গা মন্দিরের সভাপতি বাবু বলাই কুমার পাঠকের কাছে জানতে চাওয়া হলো এবার পূজা উজ্জাপন কেমন হবে তিনি বললেন নিরাপত্তা ভালো পূজা উজ্জাপন ভালো হবে এবং সরকার আর্থিক সহায়তা করেছেন ভালো তাই সবমিলিয়ে এবছর উৎসবটাও ভালো হবে।