ইউজিসির প্রশিক্ষণ কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
মোঃ মিনহাজুর রহমান মাহিম;ইবি প্রতিনিধি:
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রথমবারের মতো চার মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুই শিক্ষক হলেন— ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম।
এর আগে সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেখানে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ আহমেদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা বোঝার জন্য শিক্ষকদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের জন্য, তাই তাদের উন্নয়নেই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
উল্লেখ্য, ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত রয়েছে— উচ্চশিক্ষার বিধিবিধান, ওবিই কারিকুলাম, টিচিং-লার্নিং ও অ্যাসেসমেন্ট, অনলাইন শিক্ষা, কারিকুলাম উন্নয়ন, কোয়ালিটি অ্যাসিউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন ও ডিজিটাল সাক্ষরতা, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ক পাঠ।