মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল,
বিশেষ প্রতিনিধি জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল নাসের বাবুল সোমবার দুপুরে এলএসডি গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামছুল আলম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল আলম,মিল মালিক সমিতির সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলায় এবার ২ হাজার ৫৩৭ মেক্ট্রিক টন ধান ও ৫৩৩ মেক্ট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ২৮ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চাল ৪২ টাকা দরে কেনা হবে।
১৭ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০টি হাসকিং ও অটোমেটিক মিল চুক্তিভুক্ত হয়েছে।