মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের ‘খুদি তত্ত্ব’ বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইউনিভার্সিটি অফ পাঞ্জাবের ইনস্টিটিউট অব উর্দু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের পরিচালক অধ্যাপক ড. বাছিরা এমব্রিন এবং ইউনিভার্সিটি অফ এডুকেশন, লাহোর-এর ডিভিশন অব ইসলামিক অ্যান্ড ওরিয়েন্টাল লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. ওয়াহিদ উর রহমান খান। তাঁদের বক্তব্যে ইকবালের দর্শন, আত্মসচেতনতা ও খুদি-বিষয়ক ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ইকবালের দর্শনে সমাজ পরিবর্তনের যে শক্তি নিহিত রয়েছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “খুদি মানুষের আত্ম-উন্নয়ন ও আধ্যাত্মিক বিকাশের পথ দেখায়। ইকবাল মানুষকে নিজের অন্তর্নিহিত শক্তি চিনতে উৎসাহিত করেছেন।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “স্যার ইকবাল শুধু কবি নন; তিনি ছিলেন বিশ্বমানের দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, ন্যায়, সাম্য ও আত্মমর্যাদার যে আহ্বান দেখা যায়, তা আজও গবেষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়।”








