ঈদুল ফিতরের প্রধান জামাত সাড়ে ৮টায়
রংপুরে প্রস্তুত হচ্ছে ঈদগাঁ মাঠ
মাটি মামুন রংপুর।
রংপুরে প্রস্তুত হচ্ছে ঈদগাঁ মাঠ,
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র
ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। জাতীয় ঈদগাঁ কালেক্টরিয়েট মাঠসহ ঈদের
জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাঁর মাঠ গুলোন। এবারে রংপুরে ঈদুল ফিতর এর প্রধান জামাত সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।
ঈমামতি করবেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম।
এদিকে আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান
জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় এবং ২য়
জামাত হবে ৯টায়। এছাড়াও মুন্সিপাড়া ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া মসজিদে সকাল
সাড়ে ৯টায়, মন্ডল পাড়া বড় ঈদগাঁ ও দামোদপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে
৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাঁ সকাল ১০টায়,
পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাঁ, তারাগঞ্জ চৌপথি ঈদগাঁ, পীরগঞ্জ কেন্দ্রীয়
ঈদগাঁ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁ ও সদর উপজেলা পরিষদ ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এবারে জেলার প্রায় ৫ হাজার ৯০টি মসজিদ সংলগ্ন
এলাকার ঈদগাঁ ও খোলা মাঠে ঈদের নামাজের সময় সূচী নির্ধারন করা হয়েছে।
ঈদের জামাত গুলোতে প্রাণঘাতি রোগবালাই ও বিপর্যয় থেকে মুক্তি লাভসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি
ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুরের জাতীয়
ঈদগাঁ মাঠ হিসেবে পরিচিত কালেক্টরেট ঈদগাঁ মাঠ পুরোই
সামিয়ানা টাঙ্গানোর কাজ চলছে।
মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি কর্পোরেশনের
পরিছন্নকর্মীরা। মাঠের প্রধান গেটসহ মোট ৩ টি গেটে তোরণ নির্মাণের কাজ শেষ হয়েছে। জাতীয় ঈদগাঁর মতোই রংপুর নগরীর ও জেলার বিভিন্ন প্রধান প্রধান ঈদগাঁ জামাতের
প্রস্তুতি চলছে জোরোসোরে।
ঈদগাঁ মাঠ সম্পর্কে জানতে চাইলে সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, সিটি
করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা স্যারের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধায়নে কয়েকদিন থেকে পুলিশের টহল ও চেক পোষ্ট বাড়ানো মাঠের কাজ চলছে। রোদ বৃষ্টির জন্য
উপরে সামিয়ানা টাঙ্গানো হয়েছে পরিস্কার পরিছন্নতার কাজ চলছে।
রসিক মেয়রের ব্যাক্তিগত সহকারী হরকাতুল জিহাদ মুন্সি বলেন, মেয়র মহোদয়ের নির্দেশনায় দিন-রাত
আমরা মাঠে থেকে মাঠ ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত করছি।
ইনশাল্লাহ ঈদের দুদিন আগেই মাঠের কাজ শেষ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর মেট্রোপলিটন
পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ) আবু মারুফ হোসেন
জানান, এখন পর্যন্ত ঈদের জামাত নিয়ে কোন সমস্যা নাই, তারপরও ঈদের জামাত নির্বিঘ্নে পরিচালনার
জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ প্রধান প্রধান সড়কে
থাকবে।