ঈদের পর দিন বিনোদন পিপাসুতে ভরে গেছে উপজেলা পরিষদ চত্বরে
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ঈদের পর দিন বিনোদন পিপাসুতে কানায় কানায় ভরে গেছে বেলকুচি উপজেলা পরিষদ চত্বর। বাংলাদেশের মধ্য এটি একটামাত্র দৃষ্টিনন্দন ও মনোরম পরিবেশের হওয়ার কারণে এই উপজেলা পরিষদের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে।
তাইতো ঈদের ছুটিতে একটু মানসিক প্রশাস্তির জন্য ও এই উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য অবলোকন করতে দূর দূরান্ত থেকে বিনোদন পিপাসুরা এসে ভিড় জমিয়ে রেখেছে।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরজমিনে গিয়ে দেখা যায়, পাশ্ববর্তী জেলা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে এই উপজেলার সৌন্দর্য দেখার বিভিন্ন বয়সের বিনোদন প্রেমিরা এসেছেন।
দৃষ্টি নন্দন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ওাপনা চত্বর, স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর মোড়াল, বাংলাদেশের মানচিত্র ও পানির ফোয়ারার, লাইটিংয়ের পাশে দাড়িয়ে এই উপজেলার সৌন্দর্যের স্মৃতিকে নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্ধী করে রাখতে দেখা গেছে।
আগত কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গন্যমাধ্যমে এই উপজেলা পরিষদ চত্বর নিয়ে সৌন্দর্যের খবর জেনে তারা তা দেখতে এসেছে।
এসময় তারা আরও জানায়, ফেসবুকে ও সংবাদে যতোটুকু সৌন্দর্য দেখিছি বাস্তবে এই উপজেলার সৌন্দর্য তার চেয়ে অনেকগুন বেশী সুন্দর। এতোদিন শুধু শুনেছি অনেক সুন্দর উপজেলা চত্বর। এসে অনেক ভালো লাগছে।
এদিকে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, ঈদ উল ফিতরে পরদিন স্বাভাবিক দিনের চেয়ে উপজেলা চত্বরের সৌন্দর্য দেখতে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশী।
আমরা বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীর নিরাপত্তার জন্য দশজন আনসার দেখবাল করছেন। তাছাড়াও পুরো উপজেলাটি সিসিটিভির আওতায় আনা রয়েছে।