আমিন উল্লাহ,উখিয়া কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার বালুখালী পান বাজার গত বছর সরকারি ভাবে ইজারা দেওয়া হয়েছিলো ১ কোটি ৬৯ লক্ষ টাকা হয়ে।
আজ মঙ্গলবার ১৪মার্চ সরকারি ভাবে ইজারা দেওয়ার ঘোষণা করা হয়েছিলো। আজ যথা সময়ে পুরো উখিয়া উপজেলার বাজারের ইজারা দেওয়া শুরু হয়। সে সময় বাজারের ইজারা প্রার্থীরা অংশ গ্রহণ করে। পরে নিয়ম
অনুযায়ী সরকারি ভাবে ইজারার ডাক শুরু হয়। তখন স্থানীয় মেম্বার ফজল কাদের ভুট্টো আর বালুখালীর মধ্যে বাজার ডাক সর্বোচ্চ হয়। হঠাৎ করে শেষ পর্যায়ে বালুখালীর স্থানীয় হাজি নুরুল হকের একটি গ্রুপ বাজার
ডাক গত বছরের তুলনায় বেশি বেশি ডাক ছিল, শেষ পর্যন্ত আজকের ডাক ২ কোটি ৬৪ লক্ষ টাকা। পরে দেখা যায়, ভ্যাট ট্যাক্স সহ ৩ কোটি ৪৩ লাখ বাজার ইজারা আসে।
এই ইজারায় এখন সাধারণ মানুষের প্রশ্ন? গত বছর বাজারের টোল দিতে গিয়ে হিমশিম খেয়েছে সাধারণ মানুষ সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় লেখালেখি ও
হয়েছে। আর এখনতো সাধারণ মানুষ আরো হাজার গুণ ভুক্তভোগী হয়ে যাবে। কারণ বাজারের ইজারার টাকা উঠিয়ে আনতে মানুষকে ইচ্ছে মতো টোল আদায় করা শুরু করবে।
সাধারণ মানুষের বলছেন, এত টাকা দিয়ে ইজারা নিয়ে কি করে জমিদার দুর্নীতি না করে, মানুষকে হয়রানি না করে কি করে সুষ্ঠু ভাবে বাজার পরিচালনা করবে? ইত্যাদি প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুর পাক্কাচ্ছে।
এবিষয়ে বাজারের (নতুন) ইজারাদারের কাছে জানতে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়।
তবে এত বেশি টাকা দিয়ে ইজারা নেওয়ার বিষয়টিতে কোন রহস্য আছে বলে ধারণা করছেন অনেকে।