উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদকে দেখতে চায় বাঁশখালীবাসী
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে কালীপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি মোহাম্মদ ফরিদকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় বাঁশখালীবাসী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নৌকার মাঝি হওয়ার স্বপ্ন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। এরপর পদটি শূন্য হয়ে পড়ায় পরিষদের কার্যক্রম যথাক্রমে পরিচলনার জন্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পদোন্নতি লাভ করেন রেহেনা আক্তার কাজেমী।
এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া শুরু হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে কালীপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি ও এডভোকেট আ ন ম শাহাদাত আলমের বিশ্বস্ত কর্মী মোহাম্মদ ফরিদকে প্রার্থী হিসেবে দেখতে চায় বাঁশখালী উপজেলার জনসাধারণ।
এবিষয়ে কালীপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি মোহাম্মদ ফরিদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এলাকার অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড করেছি, সাধ্যানুযায়ী অসহায় ও হতদরিদ্র পরিবারের মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে মানুষের সেবা করেছি। আমার করা উন্নয়ন শুধু কালীপুরে সীমাবদ্ধ নয় বরং পুরো বাঁশখালীর প্রত্যন্ত এলাকায় করেছি। এতে বাঁশখালীর মানুষ আমাকে ভালোবাসেন বিধায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালীবাসী আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চায়। তাই বাঁশখালীবাসীর অনুরোধে আগামী নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।