এসএসসির ফলাফলে মান্দায় সাফল্যের শীর্ষে যেসব প্রতিষ্ঠান
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ঃঃ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নওগাঁর মান্দা উপজেলায় ‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ এর ১৪৩ জন পরীক্ষার্থী’ শতভাগ পাশ করার পাশাপাশি ৬৮ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। অপরদিকে, ‘কশব উচ্চ বিদ্যালয়’ থেকে ১০৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সহিত পাশ করে এবং ৪৫ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে।
শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাশ করায় এবং এ বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করায় আনন্দিত ও পুলকিত অভিভাবকরা। এতো ভাল ফলাফল করায় শিক্ষকদের সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৭৬ টি স্কুল এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এরমধ্যে ‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ এর পরীক্ষার্থীরা শতভাগ পাশ করায় এবং অত্র বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এ বিদ্যালয় থেকে ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯৫ জন এবং মানবিক থেকে ৪৮ জন ।
আর জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৬৮ জন।জানা গেছে, উপজেলা সদর থেকে দক্ষিণদিকে প্রায় ১০ কিলোমিটার দূরে নুরুল্যাবাদ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ টি অবস্থিত। নিভৃত পল্লীতে গড়ে উঠা এ বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক আনিছার রহমান ও ‘কশব উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফলাফল করার একটাই কারণ, আমরা যত্নের সহিত পাঠদান করে থাকি। শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমরা অত্যন্ত খুশি।
আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা।উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,এবারে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে শতভাগ পাশ নিশ্চিতসহ সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেগুলো হলো-কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়, কসব উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়
ও কলেজ,সতীহাট কছির উদ্দীন চৌধুরী তমিজ উদ্দিন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোয়াল মান্দা উচ্চ বিদ্যালয়, নুরুল্যাবাদ উচ্চ বিদ্যালয়, চকগোপাল উচ্চ বিদ্যালয়,পরানপুর উচ্চ বিদ্যালয়,বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়, ,গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, মটগাড়ী উচ্চ বিদ্যালয়,চকউমেদ উচ্চ বিদ্যালয়, চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়,কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়,ভারশোঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ,মশিদপুর
উচ্চ বিদ্যালয়,আইওরপাড়া উচ্চ বিদ্যালয়,সাহপুর ডি.এ উচ্চ বিদ্যালয়, ছোটমুুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়, কালিকাপুর চক কালিকা পুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলালপুর হাজী শেখ আলম উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ,মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ,মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়, পি.কে.এ উচ্চ বিদ্যালয় এবং চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাফল্যের শীর্ষে অবস্থান কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এবং দ্বিতীয় স্থানে রয়েছে কশব উচ্চ বিদ্যালয়।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, এতো সুন্দর ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। ভালো ফলাফল করায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আগামীতেও এর ধারবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আহবান জানান তিনি।