জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার
গত ২০ দিন আগে বাড়ির পাশে খেলা করতে গিয়ে হাত ভেঙ্গে যায় শিশু সাব্বিরের। এরপর বাবা অভাবের কারণে কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেন। কিন্তু কবিরাজ হাতে গাছড়া লাগালেও ২২ দিন পর হাতের কোন উন্নতি হয়নি। এরপর হাতে শুরু হয় পচন।
শিশু সাব্বির ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও বারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
শুটির নানী ডলি বেগম জানান, তার মেয়ে অন্যের বাড়িতে কাজ করে। আর জামাই রাজমিস্ত্রীর হেলপার। নাতি ছেলের হাত ভেঙ্গে যাওয়ার পর তারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি। এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম। কিন্তু হাত ভালো হয়নি। হাতে পচন ধরেছে। ডাক্তার বলেছে ভালো চিকিৎসা করাতে না পারলে তার নাতির ডান হাতটি কেটে ফেলতে হবে।
দরিদ্র পিতা হেলাল উদ্দিন জানান, সাব্বির বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠাতে- ০১৭৯৯-৬৭৪৫০২ (বিকাশ- সাব্বিরের নানী ডলি বেগম)