ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পুরাতনহাটে কলরব কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবর সকাল ৯ টায় কিন্ডার গার্ডেনের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুমুরদী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ এর সভাপতিিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষিক মোহাম্মদ আমান উল্লাহর সার্বিক তত্ত্বাবাধনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী
অফিসার আজিম উদ্দিন রুবেল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোহাসীন রেজা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, প্রীতিশ বিশ্বাস,
চুমুরদী ইউনিয়ান আওয়ামী লীগ সভাপতি জনাব উজ্জল মিয়া, বিশিষ্ট সমাজসেবক জনাব আসাদুজ্জামান চন্দন , সমাজসেবক রাজিব হাসান র রুঙ্গু ফকির , ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লাইক ফকির, মোঃ মানি মিয়া, মোঃ ইমারত শেখ,মোঃ লোকমান শেখ, মুক্তার হোসেন শেখ ,
ডাক্তার ও সাংবাদিক ওবায়দুর রহমান, ডাক্তার সুমন,ডাক্তার নীলকমল , কিন্ডার গার্টেনের শিক্ষিকা সাবিনা ম্যাডাম, ইমি ম্যাডাম,শাহানাজ ম্যাডাম, দেবী ম্যাডাম , ব্যারাক ম্যানেজার শাকিল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য বর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক সহযোগিতা করেন
মোহাম্মদ আবু তালেব মিয়া , মোঃ আবুল শেখ, সুমন শেখ, ইস্রাফিল সেখ , মাহবুব শেখ,সোহান শেখ,মিঠুন ফকির, বাচ্চু ফকির, আকাশ ফকির, আনোয়ার ফকির, হালিম শেখ, হ্যালোন ফকির সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।