কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি মহিব’র শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব।
শুক্রবার বেলা ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসানের সভাপতিত্বে সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো.মঞ্জুরুল আহসান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া,
কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু প্রমুখ। এ সময় কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, প্রায় ৫ বছর ক্ষমতায় আছি কোন ব্যাবসায়ীর উপর আমার দলের কোন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে সুযোগ দেইনি। সালিশ বানিজ্য বন্ধ করতে পেরেছি।