নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে ওই কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার, শান্ত, উজ্জল ও রাব্বি মোল্লা। মানববন্ধন শুরুর আগে একদল দুষ্কৃতিকারী তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের দোষর অধ্যক্ষ বশির আহমেদকে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান তারা।