নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায়য় ঘূর্ণিঝড় রিমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পূন: নির্মান ও মেরামতের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যান তহবিল হতে উপজেলাওয়ারী প্রদত্ত সহায়তা বিতরনের সঠিক উপকারভোগী বাছাই সংক্রান্ত প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ টায় উপজেলা প্রশাসন অয়োজনে উপজেলা প্রশাসনের পায়রা সভাকক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট এলাকার পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক ৬’শ ৬৮ জন ক্ষতিগ্রস্তদের বাছাই করে জনপ্রতি ১ বান ঢেউটিন ৫ হাজার টাকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়াম্যান অধ্যাপক ইউসুফ আলী, প্রেসক্লাব সভাপতি হুমাযুন কবির,ও চেয়ারম্যান এসোসিয়েশন সভাপতি মো : টিনু মৃধা।
এময় সকল ইউনিয়নের চেয়াারম্যান,ইউপি সদস্যরা,সদস্যা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।