কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ৯ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান
রিপন মারমা রাঙ্গামাটি
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ০৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন,কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে রবিবার (৮ অক্টোবর) বিকেলে আর্থিক অনুদান অনুষ্ঠিত হয়।
সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিবুর রহমান সজিবের পরিবারকে রাঙ্গামাটি সংসদীয় আসনে সংসদ সদস্য এর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রধান অনুষ্ঠানে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান এবং নিহত সজিবুর রহমান সজিবের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা,
সজিবুর রহমান সজীবের মাতাকে নগদ ১ লক্ষ টাকা ও সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পুড়িয়ে দেয়া সিএনজির মালিক আব্দুল জব্বার এর নিকট নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা সহ সর্বমোট ৯ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী।কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আকতার আলমের সঞ্চালনায়
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন , মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য জনাব চিরনজিৎ তঞ্চঙ্গ্যা, এরশাদুল হক চৌধুরী,
বদরুল আলম জিপু, লিচুবাগান সিএনজি সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, নিহত সজিবুর রহমান সজিবের কন্যা নুসরাত জাহান, কাপ্তাই উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা,
উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মিচিং প্রু মারমা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শহিদুল্লাহ বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ।এসময় অনুদান প্রাপ্ত পরিবারের মাঝেই সদস্যসহ কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তাগণ নিহত সজিবুর রহমান সজিবের স্মৃতিচারণ, সন্ত্রাসী কর্তৃক সিএনজি পুড়িয়ে দেয়ার ঘটনার নিন্দা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা দীপংকর তালুকদারকে পুনরায় নির্বাচিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয় বলে জানা যায়।
উল্লেখ্য যে, গত ২৬ অক্টোবর ২০২১ তারিখ কাপ্তাই নতুনবাজারে দুর্বৃত্তের দ্বারা ইউপি মেম্বার সজীব নিহত হয় এবং গত ১৫/০৬/২০২৩ তারিখ কাপ্তাই উপজেলার ০৫ নং ওয়াগ্গা ইউপি এলাকাধীন কুকিমারা কর্তৃক সিএনজি পুড়িয়ে দেয়া হয়েছিল