কাপ্তাইয়ে সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
রিপন মারমা রাঙ্গামাটি:
রাঙ্গামাটি কাপ্তাইয়ে সেনা জোন (অটল ছাপ্পান্ন)এর উদ্যোগের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে কাপ্তাই জোন এরই ধারাবাহিকতায় নিয়ে কাপ্তাই জোনে
সদরের নব নির্মিত এম আই রুমে স্থানীয় গরীব ও অসহায়দের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
১২ জুন(বুধবার) কাপ্তাই জোনের পক্ষ থেকে দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।মেডিকেল ক্যম্পেইনে আগত (পাহাড়ি-বাঙালি) সুবিধা বঞ্চিত পরিবারের মোট ৭০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন কাপ্তাই জোনের সেনাবাহিনী।
কাপ্তাই সেনা জোনের মেডিক্যাল অফিসার (আরএমও) ক্যাপ্টেন জামিল মোঃ আশিক রিয়াদ এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম স্থানীয় অসহায় ৭০ জন অসুস্থ রোগীদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। কাপ্তাই সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফয়েজ আহমদ, পিএসসি জানান,
উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা
কামনা করেন এবং ভবিষ্যতেও এধরনের জনসেবা মুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন