কালাইয়ের কাটাহার-দাউদিয়া গ্রামের রাস্তা পাকা করনের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে গত ১৬ জুলাই বেলা ১১টায় উপজেলার মাত্রাই ইউনিয়নের কাটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা থেকে- দাউদিয়া গ্রামের রাস্তাটি পাকাকরনের জন্য ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট- ০২ অাসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ
আবু সাঈদ অাল মাহমুদ স্বপন। দোয়া পরিচালনা করেন কাটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মোঃ অাব্দুল মালেক। এসময় কালাই উপজেলা চেয়ারম্যান মোঃ মিনফুজুর রহমান মিলন, অা’লীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান অাওয়ামীলীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








