কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২৫ জুলাই ১১ টায় উপজেলা মৎস্য  অফিসের কার্যালয় থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে  এক র্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ” নিরাপদ মাছে ভোরব – দেশ
গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদের উত্তর পার্শে একটি পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিনফুজুর রহমান মিলন ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার  আলী, 
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিনফুজুর রহমান মিলন,অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদাউস , মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার সহ আরো অনেকে।
এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মচারী বিভিন্ন এলাকার মৎস্য চাষী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মাঝে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
								
								
															 
			 
		     
					







