কালিয়াকৈরে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক, কথা বললেন গুলিতে নিহতদের পরিবারের সাথে
মোঃ হারুন অর রশীদ,গাজীপুর জেলা প্রতিনিধি:
কালিয়াকৈরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বললেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের ব্যাপারে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা দায়রা জজ মোঃ আশরাফুল আলম।
গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক,সফিপুরের আন্দার মানিক ও আহাম্মদ নগর এলাকায় গিয়ে নিহতদের পরিবারের সাথে কথা বলেন। উল্লেখ্য গত পাঁচ আগস্ট সন্ধ্যায় কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে গেলে একপর্যায়ে আনসার সদস্যরা ছাত্র-জনতার উপরে ব্যাপকগুলি বর্ষণ করেন এ ঘটনায় অনেকেই হতাহত হন।
নিহতদের মধ্যে উপজেলার রাখালিয়া চালার বেলায়েত হোসেনের ছেলে ইলিম সিকদার (৪২) কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ(১৯) এবং নেত্রকোনা জেলার নাড়াচাদলা গ্রামের মৃত আদর আলীর ছেলে রুখতন (৪৬)।
নিহত রুখতন কালিয়াকৈর উপজেলার সফিপুরের আহমদনগর এলাকার হেলাল হালদারের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতেন। জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক ও গাজীপুর জেলা দায়রা জজ মো: আশরাফুল আলম তাদের বাড়িতে যান এবং কথা বলেন, এসময় তিনি পরামর্শ দেন, যেন প্রকৃত ঘটনা ও দায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়।
মনগড়া আসামি করে ও সাংবাদিকদের নামে মামলা দিলে সে মামলার সুফল পাওয়া যাবেনা। প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যাতে করে নিহত ও আহতদের পরিবার ন্যায় বিচার পান।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য সচিব ইউশা রহমান, জনসংযোগ কর্মকর্তা জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, উপপরিচালক এম রবিউল ইসলাম,উপপরিচালক সুস্মিতা পাইক, গাজীপুর জজকোর্টের আইনজীবি আসাদুল্লাহ বাদল ও রফিকুল ইসলাম।