জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে প্রধান অতিথি ছিলেন, কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, বারবাজার হাইওয়ে থানার ওসি মন্জুর আলম, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন।
সভাতে বক্তাগন বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, বেশ কিছুদিন থেমে থাকার পর শহরে আবারো নতুন করে সাইকেল মটরসাইকেল সহ ছিচকে চুরির ঘটনা ঘটছে। এছাড়া শহর গ্রামাঞ্চলে সমবায় সমিতির নামে সুদে কারবারীদের ফাদে প্রতিনিয়ত জনসাধারন ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব প্রতিরোধ সহ সড়কে যানজট নিয়ন্ত্রন ও জনদূর্ভোগ কমাতে বক্তাগন কালীগঞ্জ ও বারবাজার হাইওয়ে থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে আহব্বান জানান। এছাড়াও অপমৃত্যু ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সামাজিকভাবে কাজ করার কথা বলা হয়।