কিশোরগঞ্জে ইফতার মাহাফিলে হামলা
আবু তাহের, কিশোরগঞ্জ, নীলফামারী।।
নীলফামারীর,কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বাফলায় ভুমি মালিক গনের ৫ নাম্বার গ্রুপের সঙ্গে, জেলে ১০ গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের ৮ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বৃহস্পতিবার ইফতারির সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিন পরিদর্শনে এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে জমি মালিক গনের পক্ষের এক শিশুকে(হাফিজা আক্তার ১০ ও ভ্যান চালক নুরনবি ১৫) ভ্যান যোগে আসার সময় জেলে ১০ নম্বর গ্রুপের লোকজন বিলের দক্ষিণ পাড়ে পাকা রাস্তায় ধারে বেধাড়ক মারপিট করে। এখবর শুনতে পেয়ে জমির মালিক গন শিশু টি ও ভ্যান চালককে উদ্ধার করে।
প্রতি বছরের ন্যায় দক্ষিণ বাফলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করলে ভুমির মালিক গন ৫ নাম্বার গ্রুপ উক্ত ইফতার মাহফিলে যোগ দেন। এমন সময় পুর্ব সত্তুতার জেরে জেলে ১০ নাম্বার গ্রপের লোকজন লাঠি,বল্লম,ছুরি,রড,কুরাল ও ইট পাটকেল নিয়ে উক্ত ইফতার মাহাফিলে অতর্কিত হামলা করে । এসময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে ।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিয়ন্ত্রন করে। এতে গুরুতরো আহত হয় জমির মালিক গন ৫ নাম্বার গ্রুপ আব্দুল মান্নান(৫০ ) হাবিবুর রহমান (৪৫) রনি (২০) জিকরুল হক(৩৩) নুরন্নবী(১৭)ইয়াকুব আলী(৬০) খোকন মিয়া(২৩)হাফিজা আক্তার( ১৩) আব্দুল ওহাব(৫৫),, (জেলে ১০ নাম্বার গ্রুপের আতাউর রহমান(৫২) মোফাজ্জেল হোসেন (৪৮) বিপুল চন্দ্র দাস (২৬) আইনুল হক (৩৫)মিনা বালা(৪০) এদের মধ্যে রনি, নুরন্নবী, আব্দুল মান্নান ,হাবিবুর রহমান, জিকরুল, মোফাজ্জল, বিপুল, মিনাবালা সহ ৮জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এখানে জেলে ১০ নাম্বার গ্রুপের নেতৃত্ব দেন চান কিশোর দাস ও ভুমি মালিক গনের পক্ষে ৫ নাম্বার গ্রুপের নেতৃত্বে আছেন আমজাদ হোসেন। বাফলার বিলে ১০৫ একর জমির মধ্যে ১৬.৭৬ একর খাস জমি সরকারি ভাবে জেলেদের লিজ প্রদান করেন,কিন্তু জেলেরা অবৈধভাবে ১০৫ একর জমির দাবী করেন। ইহাতে মালিকগণের সঙ্গে জেলেদের বিরোধের সৃষ্টি হয় ।
এব্যাপারে চান কিশোর দাসের সঙ্গে যোগাযোগ করা হইলে তিনি বলেন ১০৫ একর জমি খাস বলে দাবী করেন, এবং আমজাদ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ঢাকায় আছি সংর্ঘষের বিষয়ে কিছু জানি না। তবে তিনি বলেন ১০৫ একর এর মধ্যে ১৬.৭৬ একর খাস ও অবশিষ্ট জমির আমাদের বৈধ কাগজ পত্র আছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ রাজীব কুমার রায় বলেন, আহতদের উদ্ধার মেডিকেলে ভর্তি করা হয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত মামলা দায়ের করেনি।
উপজেলা নিবার্হী কর্মকতার্ নূর-ই-আলম সিদ্দিকী সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, আমি দুই পক্ষকে ডেকে ছিলাম বিবাদে না জড়িয়ে শান্ত থাকার জন্য।