কিশোরগঞ্জে শিশু লক্ষ্যপূরণে শিশু অধিকার নিশ্চিত ও কল্যাণ সাধনের লক্ষ্যে
মোঃ আবু তাহের, নীলফামারী, কিশোরগঞ্জ।
“থাকলে শিশু সুরক্ষিত,উন্নয়ন হবে অর্জিত”
শিশু আইন -২০১৩ এর লক্ষ্যপূরণে শিশু অধিকার নিশ্চিত ও কল্যাণ সাধনের লক্ষ্যে-
“শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে”
এই প্রতিপাদ্যে সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ(সিএসপিবি ) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় নীলফামারীর কিশোরগঞ্জে শিশুর প্রতি সহিংসতা-নির্যাতন প্রতিরোধ,
শিশু পাচাররোধে জরুরি সহায়তা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ রোধে সহায়তা, আইনি সেবা, শিশু উদ্ধার, টেলিফোনের তথ্য ও কাউন্সিলিং সেবাসহ বিদ্যমান সামাজিক সুরক্ষা সহায়তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮/১০/২০২৩) সকাল ১০ ঘটিকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন স্যার এর নির্দেশ এ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাঁদখানা ইউনিয়নের, চাঁদখানা উচ্চ বিদ্যালয় এ ক্যাম্পেইন-১০৯৮ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে শিশুর সহায়তা ফোন ১০৯৮ এর কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, চাঁদখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার রায়, এবং মোহা: কামাল উদ্দীন,শিশু সুরক্ষা সমাজকর্মী,
উপজেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী।
ক্যাম্পেইনে শিশুর প্রতি সহিংসতা-নির্যাতন প্রতিরোধ,শিশু পাচার রোধে জরুরি সহায়তা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ রোধে সহায়তা, আইনি সেবা, শিশু উদ্ধার, টেলিফোনের তথ্য ও কাউন্সিলিং সেবা, শিশু সুরক্ষায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শ সহ বিদ্যমান সামাজিক সুরক্ষা সহায়তা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উল্লেখ্য, শিশু আইন ২০১৩ এর লক্ষ্য পূরণে শিশু অধিকার নিশ্চিত ও কল্যাণ সাধনের লক্ষ্যে ২৪/৭ ভিত্তিতে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর কার্যক্রম চলমান রয়েছে ।