কুমিল্লা -৯ নির্বাচনী আসন পূর্ণবহালের দাবিতে লালমাইয়ে মিছিল ও লিফলেট বিতরণ
মোস্তফা কামাল মজুমদার:
কুমিল্লার- ১২ টি সংসদীয় আসন পুনর্বহাল করে সাবেক-২৫৬-কুমিল্লা-০৯ এলাকা পুনরুদ্ধার অথবা বৃহত্তর সদর দক্ষিণ (লালমাইসহ) ও কুমিল্লা মহানগরের সমন্বয়ে ১টি স্বতন্ত্র আসন গঠন। “মরণফাঁদ” পদুয়ার বাজারের ব্যারিকেড, ইউলুপ অপসারণ ও রেলওভারপাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ এবং কুমিল্লা বাঁচাও মঞ্চের ০৯ দফা বাস্তবায়নের দাবীতে- আগামী ৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় নোঁয়াগাও চৌমুহনী হইতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এবং ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় সাবেক-কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে ঢাকা শেরে বাংলা নগর বানিজ্যমেলা মাঠ থেকে নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত গনমিছিল, স্মারকলিপি প্রদান এবং সংহতি সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
৩০ আগস্ট শনিবার ৫.৩০টায় লালমাই উপজেলার বাগমারা বাজারে বাগমারা উত্তর ও দঃ ইউনিয়নের বিএনপির আয়োজনে উপজেলার বাগমারা বাজারে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হযেছে।
লিফলেট বিতরণ ও মিছিলে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদুর রহমান, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হান্নান,পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল খোকন, ভুলইন উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সহ বাগমারা উত্তর ও দঃ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।