নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কুয়াকাটায় পবিত্র রমজান উপলক্ষে পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার নিজ অর্থয়ানে ৪৬ টি মসজিদের শতাধিক খতিব, ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ঈদ বস্র টুপি,পাঞ্জাবি বিতরণ করা
হয়েছে। সোমবার সকাল ১১ টায় পৌর সভার হলরুমে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমান,৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর
ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান,৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ দেওয়ান, কুয়াকাটা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কেএম মনিরুজ্জামান,সদস্য আবু বকর সিদ্দিকসহ শতাধিক ইমাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।
ইমাম মোয়াজ্জেমদের প্রতি বছর নিজ উদ্যোগে পোষাক দিয়ে ঈদের খুশিতে আনন্দ উপভোগ করতে পারবেন বলে জানান পৌর মেয়র। কুয়াকাটা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মোবাসর বলেন আমি মেয়রে কাছ থেকে এই প্রথম উপহার পেলাম রমজান মাসে। এ জন্য খুব খুশি তার জন্য
প্রাণ ভরে দোয়া করি। পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পবিত্র রমজান উপলক্ষে পৌরসভার মধ্যে যে কয়েকটি মসজিদ আছে সবকটিতে আমার নিজ অর্থ দিয়ে ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের সামান্য কিছু ঈদ উপহার দিয়েছি। আল্লাহ যেন কবুল করেন।