কুয়াকাটায় বীচ ক্লিনিং ক্যাম্পিং প্রোগ্রামের মধ্যদিয়ে শেষ হলো দুইদিন ব্যাপী বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা ২০২৩।
আজ শনিবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। দেশের দক্ষিনাঞ্চলের কুয়াকাটা-কলাপাড়ায় প্রথমবারের মত অনুষ্ঠিত রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা দেখতে হাজার মানুষ
জমায়েত হয় পায়রা ৬ লেন সড়কের দুই ধারে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে প্রতিযোগি ও দর্শনার্থীরা।বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত ২৬ ও২৭ মে (দুইদিন) ব্যাপী ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম দিনে গতকাল শুক্রবার বিকালে কলাপাড়ার
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ লেন সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮০ জন স্কেটারদের অংশগ্রহনে বিসিপিসিএল ২য় রোলার স্কেটিং ম্যারাথন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোঃ জিয়াউল হাসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে বাংলাদেশের ১৮ জেলা থেকে আসা ১৮০ জন রোলার অংশ নেন। অংশগ্রহন কারীদের মধ্যে ৫২ জন নারী প্রতিযোগীতায় অংশ নেয়।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় । আজ ২৭ মে শনিবার সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করতে সৈকতের পূর্বাংশে ১
কিলোমিটার এলাকা পরিচ্ছন্ন করে স্কেটার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত স্কাউট সদস্যরা। বীচ ক্লিনিং অভিযান কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেয় পটুয়াখালী জেলা প্রশাসনের কুয়াকাটা জোনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম,
কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ সহ বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কর্মকর্তা বৃন্দ।