নিজস্ব প্রতিবেদক:
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।
সকাল সাড়ে নয়টা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় মিলিত হয়। এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়।
এ সময় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।শিক্ষক শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। আমরা এইদিনটি স্মরণে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করে থাকি প্রতিবছর।
শিক্ষকরা বলেন, শেখ রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব। শেখ রাসেলের ভুবন ছিল তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।
আমরা আজকে তাকে স্মরণ করছি এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা শিক্ষকরা তাকে সহযোগিতা করছি।