পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। রবিবার (২৫ জুন) বিকেলে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন ডলফিনটি জোয়ারে ভেসে ওঠে। ডলফিনটির পেটে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।স্থানীয়দের ধারণা, গভীর সাগরের এই জলজ প্রানীটি ৩ থেকে চারদিন আগে মারা যেতে পারে।
ডলফিনটির পেট এবং পিঠে আঘাতে চিহ্ন রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রানীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরিক্ষা নিরিক্ষা করবো।মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে। তথ্যমতে, ৪টি ইরাবতী একটি নতুন প্রজাতির এবং ২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।