তাজিমুল ইসলাম সোহেল ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) কুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর মাধ্যমে ৬-৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হয়। ভিটামি ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত রাতকানা থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া ব্যাপ্তিকাল ও
জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশ ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরের দুই বার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে থাকে।
৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করেন নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয়। ৬-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা এই ক্যাম্পেইনের লক্ষণ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি স্বাস্থ্য সহকারী পুষ্প রানী সরকার,
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোঃ আমিনুল ইসলাম , স্বেচ্ছাসেবী শ্যামলী আক্তার, ও এস এম শাওকির শাওন। কুলবাড়িয়া ব্রাঞ্চ কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি
নিশ্চিত করা হয়। এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে ‘এ’ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আশা সকল শিশুর পরিবারকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেই স্বেচ্ছাসেবী কর্মীরা