নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী,আইন বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস খান, পৌব আওয়ামী লীগের সহ সভাপতি কাউন্সিলর হাবিবুর রহমান,
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর শ্রমীক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী প্রমুখ। এছাড়াও সভায় আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রত্যােবর্তন দিবসের আলোচনায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ১৯৮১ সালের এই দিনে দেশে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। স্বাধীনতা বিরোধী চক্রের রক্ত চক্ষু উপেক্ষা করে দলকে সু সংগঠিত করে রাখেন। তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বার বার সরকার গঠন করেছে। বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়ি নিন্ম মধ্যম আয়ের দেশে পরিনত করেছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
বক্তারা আরো বলেন, দলীয় সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নেতৃবৃন্দ।