কুয়াকাটায় হাজী আবদুল আলী শেখের জানাযায় ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল
নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যেবাহী শেখ পরিবারের সন্তান হাজী আবদুল আলী শেখ (১১২) এর জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসুল্লিদের ঢল নামে।হাজারো মানুষের অংশগ্রহণে গুনী এই মানুষটিকে রাত ১০টায় জানাযা শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল
আরোজ জামে মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবর স্থানে স্ত্রী ও মা বাবার পাশে দাফন করা হয়। কুয়াকাটার এক সময়ের প্রতাপশালী এবং সম্ভ্রান্ত পরিবার আলহাজ্ব আরোজ আলী শেখের সেজোপুত্র আবদুল আলী শেখ। মরহুম আবদুল আলী শেখ এর মেঝো পুত্র,কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরোজ
জামে মসজিদের খতিব,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান তার জানাযা নামাজ পড়ান। মরহুমের জানাযা নামাজে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ শত শত মুসুল্লিরা এসে অংশ নেয়।
তারাবির নামাজের পর পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থনিবাস প্রাঙ্গণে জানাযাস্থল কানায় ভরে যায়। আবদুল আলী শেখের মৃত্যুর মধ্যদিয়ে এই এলাকার সবচেয়ে প্রবীণ মানুষটি চলে যাওয়ায় কুয়াকাটার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। কুয়াকাটা এলাকার জানা না জানা অনেক ইতিহাসের স্বাক্ষী ছিলেন আবদুল আলী শেখ।
কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ইসাহাক আলী বলেন, তার বাবা আলহাজ্ব আবদুল আলী শেখ (১১২) সোমবার বিকেল সোয়া ৩ টার দিকে বার্থক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
মুর্ত্যুকালে দ্বিতীয় স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ঐতিহ্যবাহী শেখ পরিবারে তার জন্ম।
আবদুল আলী শেখ এর মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মহিপুর প্রেসক্লাব, ইমাম সমিতি,শিক্ষক সমিতি, আওয়ামী লীগ,যুবলীগ,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ
বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন শোক জানিয়েছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন পেশাজীবী মানুষ।