কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন’র পিতৃবিয়োগ
নিজস্ব প্রতিবেদক: কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি এ এম মিজানুর রহমান বুলেটের পিতা, মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা ও মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. ছালাম আকন (৮৩) বুধবার সকাল ৬ টার সময় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ……ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মুত্যু কালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কণ্যা রেখে গেছেন। বুধবার আছর নামাজ বাদ মহিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে লতিফপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক বুলেট আকনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।