কেশবপুরে কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ড, ভ্রাম্যমান আদালতে জরিমানা
রনি হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে অবস্থিত কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ড চলে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।
অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুবক,কে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ সময় পার্কের ভেতর অসামাজিক কর্মকান্ড চলার অপরাধে পার্কের মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।