কোটচাঁদপুরে পূর্ব শত্রুতার জেরে জুতার মালা চুনকালি দিয়ে গাছে বেঁধে নির্যাতনে থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বাবলু মিয়া.
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের পূর্ব-শত্রুতার জেরে জুতার মালা,চুনকালি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
(১৩ই-আগষ্ট)রবিবার সকাল ৯ টা ১৫ মিনিটের সময় উপজেলার বলুহর ইউনিয়ন এর কাগমারি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ মনিরুল ইসলাম( ৩৭) পিতা মোঃ খলিলুর রহমান কে মিথ্যা অপবাদ দিয়ে জুতার মালা,চুনকালি দিয়ে গাছে বেঁধে নির্যাতন ও বেধড়ক মারপিট করেন। এমটাই অভিযোগ দায়ের করেন কোটচাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী মনিরুল।
থানার অভিযোগ পত্রে মনিরুল ইসলাম জানান,সকাল বেলা নিজ বাড়ি কাগমারি কুমিল্লা পাড়া থেকে কোটচাঁদপুর শহরের উদ্দেশ্য রওনা হলে। কুমিল্লা পাড়া মাঝ পাড়া শরিফুলের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওতপেতে থাকা ১। মোঃ নাজমুল হোসেন( ২২) পিতা মোঃ আব্দুল হালিম ২। মোঃ সারোয়ার হোসেন( ১৯) পিতা মোঃ আব্দুর রহিম ৩। মোঃ রাব্বি হোসেন(২০) পিতা মোঃ জহুরুল ইসলাম
৪। মোঃ ওয়াজ উদ্দিন (৪০) পিতা মৃত ঝনু মিয়া ৫। মোঃ ইমন হোসন(২১) পিতা অজ্ঞাত ৬। মোঃ লিমন হোসেন (১৯ ) পিতা মোঃ শরিফুল ইসলাম সহ আরও অজ্ঞাত ৭/৮ জন মিলে আমার শার্টের কলার চেপে ধরে নাজমুল ও সারোয়ার পাশের শিমুল গাছের সাথে নিয়ে রশি দিয়ে হাত পা বেঁধে জুতার মালা চুনকালি দিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই নির্যাতন চালাই।
স্হানীয় ভাবে ১।মোঃ মোজাফফর (৩৫) পিতা অজ্ঞাত ২।মোঃ ইমরান (২৫) পিতা অজ্ঞাত ৩।মোঃ বজলু( ৪০) আমাকে নির্যাতনের সব কিছু প্রতক্ষ্য ভাবে দেখেন। আমার গায়ে, মুখে পুড়া মবিল জুতার মালা দিয়ে মানহানি করেছে এবং আমি নির্যাতনের স্বীকার হয়ে তাদের নামে যেন কোন মামলা না করি সেই হুমকি প্রদান করেন। আমি নিরুপায় হয়ে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। উক্ত ঘটনার বিচার চাই।
এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানা’র অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি জানান তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।