স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যাপস্থপনায় আয়োজিত প্রমিলা ফুটবল টুর্নামেন্টে নিলুফা কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির সমন্বয়ে গঠিত টিম রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা কোয়াটার ফাইনালে ৩-০ গোলে জয়ী।
০১(ডিসেম্বর) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন
রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা বনাম গুইমারা উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলা শুরুতে রামগড়ের খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে,এক পর্যায়ে ১৪ মিনিটের মাথায় ডি- এরিয়ার বাহির এলাকায় বল পেলে শিফা দাশের দারুণ এক শট থেকে গোল করে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা এগিয়ে নিয়ে যায়।পরে ২৪ মিনিটের মাথায় শারমিনের গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায়।দ্বিতীয় অধ্যায়
খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে চলতে থাকে,শেষ পযন্ত আবার রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় রুমি আক্তার গোল করে তার টিম কে ৩-০ গোলে এগিয়ে নিয়ে গেলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম,রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত,রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন,গুনতি ফুটবল একাডেমির প্রধান কোচ- মোহাম্মদ সুলতান প্রমূ
রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা টিমের কোচের দায়িত্ব ছিল নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির প্রধান কোচ মোঃ আলী, ম্যানেজারের দায়িত্বে ছিলেন
নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির পরিচালক সাংবাদিক মুহাম্মদ এরশাদ প্রমূখ।