খালিয়াজুরীতে সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা, আহত-৫
জাহাঙ্গীর আলম,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে বসতভিটা থেকে উচ্ছেদ করতে সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে দূর্বৃত্তরা।
সোমবার (১ মে) রাত আটটার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিন নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংখ্যালঘু পরিবারের সদস্যা রিনা রানী বর্মন জানান, আমরা রাজিবপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বর্মন পরিবারের বসত ভিটা ওপর চোখ পরেছে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি হাবিবুর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান ও স্থানীয় সন্ত্রাসীদের।
তারা আমাদের বসতভিটাটুকু তাদের দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই নানা রকম মানসিক অত্যাচার করে আসছে। আজ আমাদের টিনের ঘরের চালে ঢিল মারতে নিষেধ করায় মোঃ রুকুনুজ্জান, নাদু ও রাব্বি
মিয়ার নেতৃত্বে আরও ৪/৫ জন আমাদের বাড়িঘরে হামলা এবং মারপিট করে এলাকা থেকে উচ্ছেদ না হলে জানে মেরে ফেলার হুমকি দেয়।
এসময় সুভাষ বর্মন -(৩৫) সুবেন্দ্র বর্মন (৪০) সুমিত্রা রানী বর্মন (৫৫) বৃষ্টি রানী বর্মন (১৫) ও রীনা রানী বর্মন (৩৫) আহত হয় । আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে
উদ্ধার করে তাদেরকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ সুরোজিত রায়।
এব্যাপারে সুভাষ বর্মন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও অত্র
ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি রাতেই হামলার খবর পেয়েছি এবং আহতদের চিকিৎসার খবরা খবর নিয়েছি।
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক আকিকুর ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগপত্রটি পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।