খুলনার দিঘলিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ বঙ্গমাতা ও ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ সোহাগ বিশ্বাস, দিঘলিয়া খুলনা:
প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট এর দিঘলিয়া উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গাজিরহাট ইউনিয়নের কেটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়ে দল।
এ খেলায় দেয়াড়া কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেটলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে দিঘলিয়া ইউনিয়নের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সেনহাটি ইউনিয়নের চন্দনী মহল শিল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ খেলায় সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দনি মহল শিল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-০ গোলে পরাজিত করে।উক্ত টুর্নামেন্ট দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শিদী ১০২ খুলনা ৪ আসন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব শেখ মারুফুল ইসলাম চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা। উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।