খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়
তাজিমুল ইসলাম সোহেল ,খুলনা:
আজ ২৫শে মার্চ/২০২৩ খিঃ খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব তালুকদার আব্দুল খালেক, মেয়র,
খুলনা সিটি কর্পোরেশন; জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা; জনাব মাসুদুর রহমান ভূঞা, বিপিএম পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; এবং জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা। সভায় পুলিশ সুপার তার
বক্তব্যে বলেন আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা
দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর কল্যানে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ, আর তাঁর যোগ্য উত্তোরসরীর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে
এগিয়ে যাওয়া সমৃদ্ধের বাংলাদেশ । আমরা সবাই এই উন্নয়নের মহাসড়কে যোগ দেই।