স্টাফ রিপোর্টার:
বালিগাও লৌহজং মালিরঅংক মাওয়া ঢাকা রোডে গাংচিল বাসে যাত্রী হয়রানি আজ কালিগঞ্জ পোস্তগোলা রোডে যাত্রী সাওনি ২০০ মিটার দূরে যাত্রী নামানোর কারণে এক বাস মালিককে ১০০০ টাকা জরিমানা করেছে সার্জেন্ট ঢাকা মেট্রো জ সম্পূর্ণ নাম্বার বোঝা না যাওয়ার কারণে ৪ রের বামে একটি সংখ্যা আছে দেখে যায় না
ঢাকা মেট্রো জ ৪-০৮৩৩ /এই নাম্বারের গাড়িটি আজ যাত্রী সাওনি ছাড়া জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে এতে ক্ষিপ্ত হয় অনেক যাত্রী এই গাড়ির মালিকের দেশের বাড়ি ফরিদপুর সে নাকি যুবলীগের নেতা এই গাড়ির হেলপার কে জিজ্ঞেস করলে সে একথা বলে
মালিরঅংক বাজারে গাংচিল যাত্রী ছাউনি না থাকার কারণে গাংচিল যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠানো হয়ে থাকে কিছু সংখ্যক গাংচিলের ড্রাইভার সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে প্রায় সময় মালিরঅংক বাজারে দেখা যায় রাস্তায় থামিয়ে যাত্রী উঠানোর সময় অনেক জ্যাম হয়ে যায়
সে সময় সাধারণ মানুষ ড্রাইভারকে গাড়ি চালানো কথা বললে সাধারণ মানুষের উপরে বাজে আচরণ বাজে ব্যবহার করে গাংচিল ড্রাইভার এবং কন্টাক্টার ও হেল্পার