স্টাফ রিপোর্টার ঃ
জোনার ফাউন্ডেশনে ৩৭ সদস্য বিশিষ্ট ত্রি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে এ জে আশিকুর রহমান শাওনকে সভাপতি ও মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।
বুধবার ২২ ফেব্রুয়ারী জোনার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সদস্যগণের অনলাইন সাধারণ সভায় ত্রি বার্ষিক কমিটি অনুমোদন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি – মো. মোস্তাফিজার ছাদী,সহ-সভাপতি -এস কে রঞ্জন দোলন প্রামাণিক ,সহ-সভাপতি – মো.আতিকুর রহমান আতিক,সহ-সভাপতি – মো.কামাল হোসেন,সহ-সভাপতি -আব্দুল্লাহ – আল – মামুন,সহ-সভাপতি – তুষার কুমার সরকার,সহ – সভাপতি – আহসান
হাবীব,কো – চেয়ারম্যান মো.তাওহীদ উল ইসলাম তুষার ,যুগ্ম-সাধারণ সম্পাদক – হাসান জোবাইর ওমর হিমেল,যুগ্ম-সাধারণ সম্পাদক -মো.কাওছার ইসলাম সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক – মো. তৌফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক – মো. রুবেল হাসান বিজয়, অর্থ বিষয়ক সম্পাদক – মো.মমিনুল
ইসলাম,সহ – অর্থ বিষয়ক সম্পাদক – সৈয়দ মিরাজুল ইসলাম শিহাব ,সাংগঠনিক সম্পাদক – ডি এস কামরুল হাসান ,সাংগঠনিক সম্পাদক – মো. ফরিদ মন্ডল,সাংগঠনিক সম্পাদক – মো. সৈকত হাসান,সাংগঠনিক সম্পাদক – মোহাম্মদ আলী রোমেল ,সাংগঠনিক সম্পাদক – মো.মুরাদ মন্ডল,প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো. সজিব
সরকার,মহিলা বিষয় সম্পাদক – আনিশা রহমান,মহিলা বিষয় সম্পাদক – খন্দকার রিমি,আইন বিষয়ক সম্পাদক – কানিজ আক্তার,শিক্ষা বিষয়ক সম্পাদক – মো.আতাউর রহমান আশিক,শিক্ষা বিষয়ক সম্পাদক – মো. আরিফ মিয়া,শিক্ষা বিষয়ক সম্পাদক -মো.জুয়েল মিয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – আরিফুল ইসলাম আরিফ,তথ্য ও গবেষণা
বিষয়ক সম্পাদক – মো. সোহাগ মন্ডল,গ্রন্থাগার বিষয়ক সম্পাদক – এইচএম হাসানুর রহমান অভি,গ্রন্থাগার বিষয়ক সম্পাদক – মো. রাজিব মিয়া,গ্রন্থাগার বিষয়ক সম্পাদক – মো.হাদীউল ইসলাম,কার্যনির্বাহী সদস্য – মো. মিথুন হাসান রকি,কার্যনির্বাহী সদস্য – মো. ফজলে রাব্বী,কার্যনির্বাহী সদস্য- নির্জন আহম্মেদ মুহিত,কার্যনির্বাহী সদস্য – মো.লিটন মিয়া।
জোনার ফাউন্ডেশনের নব নির্বাচিত সভাপতি আশিকুর রহমান বলেন,আত্ম বিশ্বাস একদিন বড় প্রাণ,এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ২০১৪ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ – সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন ,
আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন।
আত্ম প্রকাশের পর থেকে গ্রামীন আর্থসামাজিক উন্নয়নে, দুর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, ও অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছে জোনার ফাউন্ডেশন।
জোনার ফাউন্ডেশনের উল্লেখিত কাজ গুলোর মধ্যে, ১০০০ প্রান্তিক শীতার্ত মানুষকে শীত বস্ত্র প্রদান। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১১২০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন প্রদান। এখন পর্যন্ত মোট ৬৫৩ জনকে স্বেচ্ছায় রক্ত দান করা হয়েছে এছাড়া ফ্রী রক্তের গ্রুপ ক্যাম্পেইন করা হয়।
রমজানে মাস ব্যাপি দুঃস্থ রোজাদার ব্যক্তিরদের হাতে ইফতার খাবার দেওয়া হয়।সাদুল্লাপুর উপজেলা থেকে যারা প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। করোনা কালীন সময় জন সচেতন করতে সাদুল্লাপুর উপজেলায় মাইকিং ব্যবস্থা ও হ্যান্ডবিল প্রদান। করোনা কালীন
সময় ২৫০ টি পরিবারকে ৫ দিনের করে খাবার প্রদান।বাল্যবিবাহ, মাদকের কুফল নিয়ে সচেতন ও বৃক্ষ রোপণ ইত্যাদি কাজ সম্পাদন করেছে জোনার ফাউন্ডেশন।এছাড়া সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে জোনার ফাউন্ডেশন।
এছাড়া চলমান কার্যক্রম হিসাবে ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা জামে মসজিদে পবিত্র কোরআন শিক্ষা ও মাকতাব চালু করেছে।
এরই ধারাবাহিক অব্যাহত রাখব নতুন কমিটির মতামতা ও সকলের আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ।নব নির্বাচিত সাধারণ সম্পাদক, মাহবুবর রহমান মানিক বলেন “পেতেছি হাত অন্যর দ্বারে মোর জন্য নহে মানবতার তরে” ২০১৪ সাল থেকেই বিভিন্ন মানুষের এবং আমাদের
স্বেচ্ছাসেবীদের অনুদান এর মাধ্যমে প্রান্তিক ও অসহায় মানুষের জন্য কাজ করে আসছে জোনার ফাউন্ডেশন। আগামীতেও জোনার ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবী একটি স্লোগানকে সামনে রেখে কাজ করে যাবে, “থাকবো মোরা একসাথে জয় করবো মানবতাকে”ইনশাআল্লাহ।