গাবতলী মডেল থানার অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ ০১ মাদক কারবারী এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ আসামী গ্রেফতার
গাবতলী মডেল থানার এসআই (নিঃ) মোঃ ইফতেখায়রুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫/০২/২০২৪ খ্রিঃ ২১.৫৫ ঘটিকায় গাবতলী থানাধীন মহিষাবান ইউপির অন্তর্গত মহিষাবান গ্রামস্থ পোড়াদহ
মন্দিরের উত্তরপাশের্^ গোলাবাড়ী টু তরুনীহাট গামী আঞ্চলিক পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ ছানারুল ইসলাম (২৩), পিতা-মৃত নাজিমুদ্দীন, সাং-কামারপাড়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা’র হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
এ সংক্রান্ত এসআই (নিঃ) মোঃ ইফতেখায়রুল ইসলাম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু হয় এবং মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ রুবায়েত রাকিব এর উপর অর্পণ করা হয়।
গাবতলী থানার রাত্রিকালীন অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ২৫/০২/২০২৪ খ্রিঃ ১৮.৩০ ঘটিকায় গাবতলী থানাধীন দক্ষিণপাড়া ইউপি এলাকা থেকে সিআর-১৩৭সি/২৩ (শাজা) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ সজিব (২৭), পিতা-সালজার রহমান, সাং-গোয়ালপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
গাবতলী থানার রাত্রিকালীন অভিযানে এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অপর একটি টিম ২৫/০২/২০২৪ খ্রিঃ ২২.১০ ঘটিকায় গাবতলী থানাধীন দূর্গাহাটা ইউপি এলাকা থেকে সিআর-১৩৭সি/২৩ (শাজা) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিশু প্রাং (৫৫), পিতা-দৌলতজামান, সাং-কৃতুনিয়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
উল্লেখিত সকল ঘটনায় গ্রেফতারকৃত সকল আসামীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।