মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্বা প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মরহুম মফজল আহমদ চৌধুরী স্মরণে দিবা রাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর উদ্বোধন।গত ১৬ ডিসেম্বর রাত ৮ ঘটিকার সময় পশ্চিমবঙ্গ গুনাগরী লাভুর দোকান সংলগ্ন মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।পশ্চিমবঙ্গ গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাহাব উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন আউটফিল্ড এশিয়ান লিমিটেড
চকবাজারের (এমডি) মাহমুদুর রহমান (সোহেল)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমিষ্ট লজিস্টিক ইন্টারন্যাশনালের (সি ইউ) ফরহাদুল আলম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্ট স্পন্সর প্রতিষ্ঠান রিয়াদ কম্পিউটারের সত্ত্বাধিকারী রিয়াদ আরেফিন, গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি চৌধুরী হাসান,মরহুম মফজল আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান টিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার দর্শকবৃন্দ উক্ত উদ্বোধনী খেলা
উপভোগ করেন।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাঁশখালী ফুটবল একাডেমি বনাম পশ্চিম গুনাগরী আইডিয়াল উইথ সোসাইটি ফুটবল একাদশ।এতে ইকবালের হ্যাট্রিক,ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া,লিটন,টিংকু শীলের দৃষ্টিনন্দন ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে ৬-০ গোলে জয়ী হয় বাঁশখালী ফুটবল একাডেমি।উদ্বোধনী খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া।