ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি স্থানে ৬টি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও কমপক্ষে ১০ আহত হয়েছে । বৃহস্পতিবার ভোর ৭টার সময় ভাঙ্গা উপজেলার শলিলদিয়া এলাকায় একটি প্রাইভেটকার একই দিক আশা একটি ট্রাকের পিছনে ঢুকে পড়ে। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়। গাড়ী চালক জুয়েল ও অজ্ঞাত আরেক জন গুরুত্বর আহত হয়।
নিহতরা হল, ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের জুয়েল শেখের স্ত্রী লুবনা আক্তার (৪০), তার কন্যা জুরাইয়া আক্তার (১৬) ও জয়নব(৩)। তারা কক্সবাজার থেকে বাড়ি ফিরার পথে এ দুঘটনায় পড়ে। একই পরিবারেরর ৩জন নিহত হওয়ায় জুয়েলের আতাদি বাড়িতে চলছে শোকের মাতম।
এব্যাপারে শিবচর হাইওয়ে থানায় এসআই জুয়েল জানান, ঘন কুয়াশা ও দ্রুত গতিতে প্রাইভেট কার চালানোর কারনে ট্রাকের পিছনে ঢুকে পড়ে। এতে প্রাইভেটকারটি সম্পূর্ন দুমড়ে মুচড়ে যায়। ঘটনা স্থলে মা লুবনা এবং হাসপাতালে নেওয়া পর তাদের ২ মেয়ে মারা যায়। সংবাদ পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নীচ থেকে প্রাইভেট কারটি কেটে বের করে।
এছাড়া ভাঙ্গা হাইওয়ে থানায় এসআই সগির ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত শেষ রাতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকার ওভারব্রীজের উপর কুরিয়ার সার্ভিসের কভারভ্যান ও করোতোয়া পরিবহন পিছনে থেকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্থ ২টি গাড়ীই রাস্তার উপর দাড়িয়ে থাকে, এরপর প্রাইভেট এসে পিছন থেকে পরিবহনকে ধাক্কা দিলে প্রাইভেট কারের ৩ জন আহত হয়। এরপর পরিবহন এসে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। কিছু ক্ষন পর পর একই স্থানে ৫টি দুর্ঘটনা ঘটে। এতে ৮ জন লোক আহত হয়। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করে, ঘন কুয়াশার কারনে এদুর্ঘটনা ঘটলেও কোন হতাহত হয়নি।