চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিঃ এর সাথে ৯৪ ফ্রেন্ডস ফরএভার এ-র দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন!!
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিঃ এর সাথে ৯৪ ফ্রেন্ডস ফরএভার এ-র দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন!! সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন।
সাম্প্রতিক চট্টগ্রাম নগরীর হলদি এরাবিয়ান হাউস রেষ্টুরেন্টে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।এতে করে বাংলাদেশের সকল এসএসসি ১৯৯৪ ব্যাচ এ-র বন্ধু ও তাদের পরিবারসহ পাবে কর্পোরেট স্বাস্থ্যসেবা,একজন বন্ধু তার হেলথ প্রিভিলাইজড কার্ডের (Membarship ID Card)
মাধ্যমেই পাবে এ-ই স্বাস্থ্যসেবা, আমরা শিগগিরই বন্ধুদের কাছ থেকে যাবতীয় তথ্যাদি কালেকশনপূর্বক কার্ড বিতরণ করতে পারবো বলে আশা রাখছি,এতে সকল বন্ধুদের তথ্য ফরমের মাধ্যমে প্রদানের অনুরোধ করা যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল,চেয়ারম্যান, পার্কভিউ হাসপাতাল লিঃ, চেয়ারম্যান,জমজম হাসপাতাল, চকরিয়া,কক্সবাজার ডা: এ.কে.এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিঃ এর পরিচালক ডাঃ নুর নবী, এজিএম কো- অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু কাজী মোঃ এরফান,মোঃ ফরহাদ গনি নয়ন,
সাইফুল ইসলাম সাইফু,মোঃ আসাদুজ্জামান বকুল, ইসকান্দার হোসেন শিপলু, মোঃ শাহাজাহান, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্সের মেম্বার আনোয়ারা শাহরিয়ার রিনু, ইসমত আরা রিনা, শিক্ষিকা ফাহমিদা আক্তার, সৈয়দা সাহেলা হোসাইন, লুৎফা বেগম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কর্মকর্তাবৃন্দ ৷৷
আমাদের বয়স এখন ৪৫ এ-র (কমে/বেশি) এমতাবস্থায় প্রত্যেকেই বিভিন্ন রোগ-শোকে জর্জরিত এহেন অবস্থান থেকে উত্তরণের পথে
হিসেবে আজকের এ-ই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বল্প প্রয়াস মাত্র!! আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা নিশ্চিত করা! এতে কোনো বন্ধু সামান্যতম উপকৃত হয় তাহলে আমাদের এই কর্মকান্ড সফল ও স্বার্থক হয়েছে বলে মনে করবো!!এ-ই চুক্তির মূল উদ্দেশ্যঃ★আত্ম মানবতার সেবাই এসএসসি ১৯৯৪ ব্যাচের সকল বন্ধু ও পরিবারের পাশে থাকবে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল।। হেলথ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত
পাবে!!সারা বাংলাদেশের এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুরা এ-ই হাসপাতালের কর্পোরেট গ্রাহক হিসেবে পরিগণিত হবেন!! (তবে শর্ত থাকে যে অবশ্যই ফ্রি-তে মেম্বারশিপ কার্ড গ্রহণ করতে হবে)
* যাবতীয় প্যাথলজিক্যাল টেস্টে নির্দিষ্ট পরিমান ছাড়ের ব্যবস্থা করা হয়েছে! (বিশেষ বিশেষ টেস্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে!!সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অধিকতর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।