চরভদ্রাসন উপজেলায় কৃষি উপকরণ বিতরণ ২০২৩ উদ্বোধন
এম সাইফুর রহমান,চরভদ্রাসন ফরিদপুর :
“সোনালী আঁশের সোনার দেশ পাট-পণ্যের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে ফরিদপুরে চরভদ্রাসনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক
বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষ প্রকল্প এর আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বিকাল তিনটায় উপজেলা চত্বরে উপজেলা পাট অফিসার কেরামত সুমনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বের পাট বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফুল আমিন।এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,
৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ অনেকে।এ বছর পাট অধিদপ্তর চরভদ্রাসন উপজেলায় তালিকাভুক্ত ২৫০০
চাষীকে এক কেজি করে সর্ব মোট ২৫০০ কেজি পাট বীজ বিতরণ করা হয়।