আমীন উল্লাহ, উখিয়া-কক্সবাজার:
৭ ডিসেম্বরের মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন জনসভা থেকে সমুদ্রে পরিণত হয়েছে।
সকাল থেকেই আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীবৃন্দসহ সকল সাধারণ জনগণ তাকে এক নজর দেখা এবং তার মুখের মূল্যবান কথা শোনার জন্য বিভিন্ন সাজে সংগীবিত হয়ে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যেন লোকারণ্য কক্সবাজারের রাজপথ ও এর আশপাশ এলাকা।
বাংলার দু:খিনী মানুষের পরম সঙ্গী, মানবতাময়ী মা, গরিবের বন্ধু,উন্নয়নের রূপকার, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্যই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আবেগে আপ্লুত কক্সবাজারের সাধারণ মানুষ মন্তব্য করেন-
“জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারে আসেন বলেই কক্সবাজার শহরের আদর্শগ্রাম সহ খাস জায়গায় বসবাসরতরা উচ্ছেদ না হয়ে সকলে আছি নিরাপদ।”
“কক্সবাজারকে শেখ হাসিনার সাজিয়েছে উন্নয়নে।”
“মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আসতে না পারেন অন্তত দুই বছর পর পর আসিয়েন আরার কক্সবাজারে।”
কারণ:-” বছরের পর বছর ঝুলে থাকা উন্নয়নের কাজগুলো আপনি আসার কথা শুনে ১০ দিনেই ফিনিশ”।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য জনগণের উদ্দেশ্যে পেশ করেন।এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যের পাশাপাশি বক্তব্য রাখেন তারুণ্যের অহংকার পরিচ্ছন্ন রাজনীতিবিদ কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউল রহমান রেজা।
দিনভর নানান আয়োজনের এবং উৎসবমুখর পরিবেশে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভার পরিসমাপ্তি হয়।