চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার (নোয়াখালী):
চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার বিকেলে চাটখিল উপজেলা সভা কক্ষে- উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পল্লী বিদ্যুৎতের ডি জি এম মহি উদ্দিন মোশাহেদুল্লা, উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেন, চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার, ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ, আবদুল্যাহ খোকন, আলমগীর হোসেন, বাহার আলম মুন্সি, মো: মানিক, হারুনুর রশিদ বাহার, সোলেমান শেখ ও সাংবাদিক জসিম মাহমুদ প্রমূখ। বক্তরা উপজেলায় ব্যাপী গত কয়েক দিনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।








